বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময়ে এ ভোট শুরু হয়। নির্বাচনে দেশটিতেও রয়েছে ব্যালট প্রথা। এ নিয়ে অনেকের নানা কৌতুহল রয়েছে। কেমন হয়ে থাকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপার বা কত সময় লাগে এ পূরণ করতে তা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল এক ব্যালট পেপারে মার্কিন নাগরিকরা ভোট দিয়ে থাকেন। এজন্য এ ফর্ম পূরণ করতে প্রায় ১০ মিনিট সময় লেগে থাকে। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বা সংসদ নির্বাচনের ব্যালট থেকে এটি বেশ আলাদা হয়ে থাকে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট দুই থেকে তিন পাতা হয়ে থাকে। সাদা রঙের এ ব্যালটগুলো ভোটারদের নিজেদের পূরণ করতে হয়।
নিবাচনী এ ব্যালটে যে কেবল কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য জায়গা থাকে এম নয়। এতে মার্কিন সিনেট ও প্রতিনিধি সভার প্রার্থীর নাম এবং স্থানীয় বিভিন্ন ইনিশিয়েটিভ ও প্রস্তাব দেওয়ার জন্য বিশেষ ঘর বরাদ্দ থাকে।