বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। এতে সিলেট থেকে ট্রাস্টি হিসেবে মনোনীত হয়েছেন রাজনীতিক ও সমাজকর্মী সুদীপ রঞ্জন সেন বাপ্পু।
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টাকে চেয়ারম্যান করে গঠিত ২৫ সদস্যের এ বোর্ডের মেয়াদ তিন বছর। তবে প্রয়োজনে সরকার যেকোনো সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারে।
গত ৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়। এ বোর্ডের মূল লক্ষ্য হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় কল্যাণ সাধন, সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং হিন্দুধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সংস্কার।
নগরীর শিবগঞ্জ সেনপাড়ার বাসিন্দা সুদীপ রঞ্জন সেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখেন।