বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হলেন সুদীপ রঞ্জন সেন

হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হলেন সুদীপ রঞ্জন সেন

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। এতে সিলেট থেকে ট্রাস্টি হিসেবে মনোনীত হয়েছেন রাজনীতিক ও সমাজকর্মী সুদীপ রঞ্জন সেন বাপ্পু।

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টাকে চেয়ারম্যান করে গঠিত ২৫ সদস্যের এ বোর্ডের মেয়াদ তিন বছর। তবে প্রয়োজনে সরকার যেকোনো সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারে।

গত ৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়। এ বোর্ডের মূল লক্ষ্য হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় কল্যাণ সাধন, সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং হিন্দুধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সংস্কার।

নগরীর শিবগঞ্জ সেনপাড়ার বাসিন্দা সুদীপ রঞ্জন সেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১