বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

হবিগঞ্জে হত্যা মামলায় সহোদরের কারাদণ্ড

হবিগঞ্জে হত্যা মামলায় সহোদরের কারাদণ্ড

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রঞ্জু বিশ্বাস নামে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে দুই সহোদরকে ভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বানিয়াচং উপজেলার চন্ডিপুর গ্রামের গুরুচরণ বিশ্বাসের ছেলে পরিমল বিশ্বাস ও রথীন্দ্র বিশ্বাস। রায়ে পরিমলকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে রথীন্দ্রকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান জানান, ২০১০ সালের ২২ মার্চ পূর্ব শত্রুতার জের ধরে রঞ্জু বিশ্বাসকে কুপিয়ে হত্যা করেন পরিমল ও রথীন্দ্র। এ ঘটনায় রঞ্জুর ভাই রতিশ বিশ্বাস বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ ১৩ বছর পর দশজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলার রায় দেওয়া হলো।

পেশকার তপন সিংহ জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১