বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

আফগানদের বিপক্ষে নতুন চ্যালেঞ্জের সামনে টাইগাররা

আফগানদের বিপক্ষে নতুন চ্যালেঞ্জের সামনে টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল। শারজাহতে বুধবার (৫ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটের পর এবার শান্তর নেতৃত্বে ভিন্ন ফরম্যাটে ভিন্ন প্রতিপক্ষের সামনে দাঁড়াতে যাচ্ছে বাংলাদেশ।

বিশ্বকাপের পর টানা দুটি টেস্ট সিরিজ ও একটি টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। যদিও পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছে তারা, তবে ভারতের এবং দক্ষিণ আফ্রিকার কাছে টানা পরাজয় সেই অর্জনকে কিছুটা ম্লান করেছে।

এবারের সিরিজে দলের প্রধান অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্রামে থাকায় এবং উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস অসুস্থতার কারণে দলে নেই। এছাড়া ভিসা সমস্যার কারণে স্কোয়াডের আরও দুই ক্রিকেটার সময়মতো আমিরাতে পৌঁছাতে পারেননি।

সিরিজের আগেরদিন সংবাদ সম্মেলনে দলের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সবকিছু যদি স্বাভাবিকভাবে হতো, তাহলে দলের জন্য ভালো হতো। কিন্তু অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই যেটুকু সামর্থ্য আছে, তা কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আশা করছি, সামনের ম্যাচগুলোতে এসব ঝামেলা আর থাকবে না।’

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১