বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

পরিবেশবান্ধব জ্বালানি নীতি তৈরির পরামর্শ ফরহাদ মজহারের

পরিবেশবান্ধব জ্বালানি নীতি তৈরির পরামর্শ ফরহাদ মজহারের

চলমান জ্বালানি সংকটে পরিবেশবান্ধব গণমুখী জ্বালানি নীতি তৈরির পরামর্শ দিয়েছেন কবি ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, এই নীতি প্রণয়নে চিন্তাভাবনার ধরনেও পরিবর্তন আনতে হবে। এনার্জির কথা আমরা যখন বলি, আমাদের অবশ্যই গাছপালার কথা বলতে হবে, অবশ্যই পরিবেশের কথা বলতে হবে। যে ভাষায় বলেন না কেন, আপনাকে অবশ্যই পরিবেশ এবং প্রকৃতিবান্ধব গণমুখী জ্বালানি নীতি করতে হবে।

সোমবার সকালে রাজধানীর নিকুঞ্জে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদর দপ্তরে ‘বিদ্যুৎ রূপান্তর কোন পথে?’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, নীতি তৈরির জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, এরই মধ্যে যে কাজগুলো হয়ে গেছে, সেগুলোকে এক জায়গায় নিয়ে আসা। এ কাজে ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান বা প্রাইভেটাইজেশন বাদ দিতে হবে। বড় বড় কোম্পানির কাছে আমরা আমাদের জ্বালানি তুলে দিচ্ছি। সম্পদ কিন্তু আমাদের। কিন্তু আমলারা তুলে দিচ্ছে বিদেশি কোম্পানির হাতে। আমাদের বিগত ফ্যাসিস্ট রেজিমের এই নিউ লিবারেল ইকোনমিক পলিসি ছুড়ে ফেলে দিতে হবে। কারণ, এই পলিসির বাস্তবায়ন হয় আমলাদের দ্বারা। এই আমলাতন্ত্রের বিনাশ হতে হবে। তা নাহলে আমরা আমাদের জ্বালানির সমস্যা সমাধান করতে পারব না।

সম্প্রতি দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনের প্রসঙ্গ টেনে ফরহাদ মজহার বলেন, এখন সংকটটা কোথায় তৈরি হয়েছে? ধরেই নিয়েছি, আমরা বোধ হয় এখনো শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রের অধীনে আছি। এটা তো হলো না। সে কারণে আমরা যখনই পজিশনের বিরুদ্ধে দাঁড়াই আমরা কিন্তু এটা ইলিউশন থেকে বা পুরোনো অভ্যাস থেকে করেছি। এটা তো আপনাদের প্রতিষ্ঠান। এটাকে তো আমরা গড়তে পারব, সময় দেবেন। আমাদের ছাত্ররা এখনো আন্দোলন করছে। কারণ, আমরা যেটা করতে চেয়েছি, সেটা কিন্তু এখনো করতে পারিনি। ফলে সংকটটা রাষ্ট্রীয় ক্ষেত্রে রয়ে গেছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১