বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

অফিসে বসে দুর্নীতির বিরুদ্ধে কথা বললে হবে না : ভূমি উপদেষ্টা

অফিসে বসে দুর্নীতির বিরুদ্ধে কথা বললে হবে না : ভূমি উপদেষ্টা

জনগণকে সেবা দেওয়ার নামে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। কর্মকর্তাদের ‍উদ্দেশে তিনি বলেন, ভূমি অফিসে বসে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললে হবে না, মাঠপর্যায়ে এটা বাস্তবে দেখাতে হবে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি অফিসে ‘জনবান্ধব ভূমিসেবায় গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ভূমি মন্ত্রণালয়ের সহায়তায় বিএসআরএফ এই সেমিনারের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ভূমি উপদেষ্টা বলেন, কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যায় করলে, জনগণকে সেবা না দিয়ে ভোগান্তি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহায়তায় এটা কঠোরভাবে মোকাবিলা করতে পারি। কিন্তু সেটা আপনারা করে দেখান। শুধু জিরো টলারেন্স অফিসে বসে বললে হবে না, মাঠপর্যায়ে এটা দেখাতে হবে। ভূমিসেবায় মানুষকে স্বস্তি দিতে হবে।

এ এফ হাসান আরিফ বলেন, রেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে নয়, আইন মন্ত্রণালয়ের আধীনে। রেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয় অধীনে আনার চেষ্টা করা হচ্ছে। ভূমি বণ্টনের মামলা নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করার বিষয়টি আইন মন্ত্রণালয়ে আলোচনা করা হবে। তহশিলদারদের দৌরাত্ম্য থামাতে অনলাইন সুবিধা নিতে হবে। ডিসি ও এসিল্যান্ডকে কঠোরভাবে ভূমি অফিসের দুর্নীতি মোকাবিলার বিষয়টি দেখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নামজারি, খতিয়ান ও ভূমিবিষয়ক আবেদনের সমাধান করার কথা বলেন তিনি।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১