বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
বরগুনা তালতলীতে পরকীয়া সন্দেহে মো. আমির হোসেন (৪৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
র্যাব-৮ জানায়, সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা এলাকা থেকে হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেকান্দার ঘরামী (৪৫) তালতলী উপজেলার ৫ নম্বর বড়বগী ইউনিয়নের কাজীরখাল গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, সেকান্দার ঘরামী ও আমির হোসেন খাঁ এই দুজনের সাথে অনেক আগে থেকে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। গত ১০ তারিখ প্রতিবেশী গোলেনুর বেগমের কাছে পাওনা টাকা চাইতে যায় আমির। প্রতিবেশী সেকান্দার পরকীয়া সন্দেহ করে আমিরকে স্থানীয় লোকজন নিয়ে মারধর করে। এতে গুরুতর আঘাত পায় আমির। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানেই মারা যান আমির হোসেন।
ঘটনার পরদিন নিহত আমির হোসেনের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে সেকান্দারকে প্রধান আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।
এ বিষয়ে র্যাব-৮ ডিএডি/ সিএ মো.নুর ইসলাম বলেন, আমির হোসেন হত্যা মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি সেকান্দার ঘরামী মির্জাগঞ্জ থানা এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।