শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
বাজারের সিন্ডিকেট ভাঙতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উদ্যোগে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করা হচ্ছে।
সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে ভোলা রোডসংলগ্ন মোড়ে ১৩ রকমের সবজি বিক্রি করছেন তারা।
জানা যায়, ন্যায্যতা দামের ভিত্তিতে লাউ ৩৫ থেকে ৫০ টাকা (পিস), করলা ৫০ টাকা, পেঁপে ৩৫ টাকা, পটোল ৫০ টাকা, মুলা ৩০ টাকা, লাফা ৫৫, কুমড়া ৫৫ টাকা কেজি দরে বিক্রি করছেন। এ ছাড়া লেবুর হালি ১৫ টাকা, জলপাই ৩৫ টাকা, শাক ১৫ টাকা (এক মোটা), কাঁচামরিচ ১২০ টাকা কেজি ও সিম ১২০ টাকা কেজি। এ ছাড়া ধনিয়া পাতা ১১০ টাকা করে বিক্রি করছেন তারা।
ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাশিদুল শিকদার কালবেলাকে জানান, আমরা সিন্ডিকেট ভাঙতেই এই উদ্যোগ নিয়েছি। ন্যায্যতা দামে সবজিসহ অন্যান্য দ্রব্য বিক্রি হোক এটাই চাই। আগামীকালকে আরও নানান পদের সবজি আনা হবে।