মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫

এখনো পর্যন্ত ৮৫ শতাংশ সাংবাদিক হত্যার বিচার হয়নি : ইউনেস্কো

এখনো পর্যন্ত ৮৫ শতাংশ সাংবাদিক হত্যার বিচার হয়নি : ইউনেস্কো

বিশ্বজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা আজও বড় চ্যালেঞ্জের মুখে। ২০০৬ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১ হাজার ৭০০ জনেরও বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হলেও, এদের মধ্যে এখনো ৮৫ শতাংশ সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয়নি।

ইউনেস্কোর এ তথ্য প্রকাশ করে বলে, ‘এই বিচারহীনতা মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতি চরম হুমকি।’

শনিবার (২ নভেম্বর) জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর প্রকাশিত এক প্রতিবেদনে এই মানবিক সংকটের বিচারহীনতার দিকটি তুলে ধরা হয়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সাংবাদিকদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘গাজা যুদ্ধে সাংবাদিক মৃত্যুর সংখ্যা বিপজ্জনকভাবে বেড়েছে। এটি প্রমাণ করে, সাংবাদিকদের পেশাগত জীবন এখনো ঝুঁকিতে।’

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২-২৩ সালে প্রতি চার দিনে একজন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই সংঘাত, দুর্নীতি ও অপরাধের প্রতিবেদন করতে গিয়ে প্রাণ হারান। নারী সাংবাদিকদের ঝুঁকিও বিশেষভাবে উল্লেখযোগ্য ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ১৪ জন নারী সাংবাদিক সহিংসতার শিকার হয়েছেন। ইউনেস্কো জানিয়েছে, নারী সাংবাদিকরা বিশেষত যৌন হয়রানি ও সহিংসতার মুখোমুখি হচ্ছেন, যা পেশাগত ঝুঁকি বাড়িয়ে তুলছে।

ইউনেস্কোর মহাপরিচালক অড্রি আজুলে বলেন, ‘সাংবাদিক হত্যার বিচার না হলে আইনের শাসনের ওপর আস্থা কমে যায় এবং বাকস্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়।’ ইউনেস্কো সব রাষ্ট্রকে সাংবাদিকদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭