বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

ইরাকে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

ইরাকে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

ইসরায়েলে আবারও হামলার প্রস্তুতি নিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই চালানো হতে পারে এ হামলা। তবে ইরান চাইছে, তৃতীয় কোনো দেশ থেকে এই হামলা চালাতে। সেক্ষেত্রে ইরাককে বেছে নিতে পারে তেহরান। এরপরই ইরাকে হামলার প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরায়েল।

তেল আবিব বলছে, তারা ইরাকে হামলার লক্ষ্যবস্তু ঠিক করেছে। এসব লক্ষ্যবস্তুতে ইসরায়েল থেকে হামলা চালানো হবে, বাগদাদকে এমন বার্তাও দিয়েছে দেশটি। লন্ডনভিত্তিক সৌদি এলাফ নিউজের বরাতে এমন খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা ওই নিউজ সাইটকে জানায়, ইরান থেকে ইরাকে ব্যালিস্টিক মিসাইল এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি পাঠানোর দৃশ্য স্যাটেলাইটে ধরা পড়েছে। এসব অস্ত্র ব্যবহার করেই ইসরায়েলে হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমতাবস্থায় পুরো বিষয় পর্যবেক্ষণ করছে ইসরায়েল। পাশাপাশি ইরানের সমর্থিত মিলিশিয়াদের টার্গেট চিহ্নিত করছে তেল আবিব। পর্যবেক্ষণের আওতা থেকে বাদ পড়ছে না ইরাকের রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুও। তাদের দেশ থেকে হামলা যেন না হয়, সে ব্যাপারে বাগদাদকে সতর্ক করে দেওয়া হয়েছে।

জানা গেছে, ইরাক থেকে ইরানের হামলা নিয়ে বাগদাদের কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাদের দেশের ভূখণ্ড ব্যবহার করে যেন ইসরায়েলে হামলা চালানো না হয়, সে লক্ষ্যে চেষ্টা চালাচ্ছেন তারা।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১