শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

টেকনাফ সীমান্তে গোলাগুলি, বিস্ফোরণের শব্দ

টেকনাফ সীমান্তে গোলাগুলি, বিস্ফোরণের শব্দ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে শনিবার (২ নভেম্বর) রাত থেকে রোববার (৩ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত ফের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সকাল ৮টার পর থেকে গোলাগুলির শব্দ আর শোনা যায়নি।

স্থানীয়রা জানান, বেশ কিছু দিন বন্ধ থাকার পর শনিবার রাত ৮টার পর মিয়ানমার থেকে গোলাগুলির শব্দ শুনতে পান তারা। পরে রাতে গোলাগুলির সঙ্গে বিস্ফোরণের বিকট শব্দও আসে। এ সময় আতঙ্কে সীমান্ত এলাকা থেকে অনেকে সরে আসেন।

টেকনাফের হ্নীলার ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বলেন, রাতে হ্নীলার আলীখালী ও চৌধুরীপাড়ার ওপারে মিয়ানমারের বলিবাজার ও কেয়ারিপ্রাং এলাকায় থেমে থেমে গোলাগুলি হয় এবং ১৪/১৫টি মর্টার শেল বিস্ফোরণ হয়। আজ সকাল সাড়ে ৭টা পর্যন্ত এমন অবস্থা চলে। তবে সকাল ৮টার পর আর কোনো শব্দ পাওয়া যায়নি।

তিনি বলেন, জানতে পেরেছি, বলিবাজার এলাকার মিয়ানমারের সেনাবাহিনী আরাকান আর্মির ওপর মর্টার শেল নিক্ষেপ করছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০