বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

‘আব্বা আমরা জিইত্যালছি, তোমার আর কলা বেচন লাগত না’

‘আব্বা আমরা জিইত্যালছি, তোমার আর কলা বেচন লাগত না’

সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। আর দেশে ফিরেই এই দলের দ্বিতীয় গোলরক্ষক মিলি আক্তার মোবাইলে ময়মনসিংহের নান্দাইলের গ্রামের বাড়িতে বাবা সামছুল হককে কল করে কথা বলেন।

ফোনকলে মিলি বলেন, ‘আব্বা আম্মারে কও আমরা জিইত্যালছি, অহন আমরারে সরকার অনেক পুরস্কার দিবো। অহন আর তোমারার কষ্ট করন লাগত না। আর বাজারে গিয়া তোমার কলাও বেচন লাগত না। খুব তাড়াতাড়ি বাড়িত আইতাছি’।

মিলি আক্তার বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নেপাল থেকে দেশে ফিরেই বাবাকে ফোন করে খুশির সংবাদ এভাবেই জানান।

প্রসঙ্গত, গত বুধবার (৩০ অক্টোবর) নেপালের রাজধানী কাঠ্মুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন বাংলাদেশে নারীরা।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১