বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

পরাজিত শক্তি আর ফিরতে পারবে না : নিতাই রায়

পরাজিত শক্তি আর ফিরতে পারবে না : নিতাই রায়

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপির বিগত ১৬ বছরের লড়াই-সংগ্রাম এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। পরাজিত শক্তি আর ফিরে আসতে পারবে না। তারা যদি ফিরে আসত, তাহলে হিটলার-নমরুদ-চেঙ্গিস খান-আইয়ুব খান-টিক্কা খানরাও ফিরে আসত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র রুখে দাও’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নিতাই রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করত। তাদের পতন হয়েছে। এখন আর কেউ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারবে না। দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ভয়ের কোনো কারণ নেই।

পলাতক প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, কোনো ষড়যন্ত্র আর টিকবে না। সম্মিলিতভাবে জাতি তাদের বিরুদ্ধে লড়াই করছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১