বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বিগত ৫৩ বছর আমরা শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়েছি। এ সময়ে দেশে যারা নেতৃত্ব দিয়েছেন তারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। কেউ বাদ ছিলেন না, কম আর বেশি। এতদিন এটাই ছিল জাতির চরিত্র।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৮টায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ মুড়িয়ায় সিরাতুন নবী (সা.) সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, এখন ছাত্ররা আন্দোলন করে একটা সুযোগ এনে দিয়েছে। এই ৫৩ বছরে জামায়াত বসে ছিল না। জামায়াত বিকল্প শিক্ষাব্যবস্থা, অর্থব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা, কালচারাল ব্যবস্থা গড়ে তুলেছে। জামায়াত লোক তৈরি করেছে।
তিনি বলেন, আমরা অ্যারেঞ্জম্যান্ট করে চালিয়ে দেখেছি যে, আমরা পারি। আমরা রাষ্ট্রীয়ভাবে ৩টি মন্ত্রণালয় চালিয়েছিলাম কিন্তু ১ টাকার দুর্নীতির কথা আমাদের নেতাদের নেই। তাই বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, তো দুর্নীতিমুক্ত সরকার লাগবে। আর সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শ ইসলামের ভিত্তিতে দেশ শাসন করলে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং এই বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে।
উত্তরের আমির বলেন, ইসলাম বাদ দিয়ে, মানুষের তৈরি কোনো হাবিজাবি মন্ত্রতন্ত্র দিয়ে যারা দেশ শাসন করতে চায়, তাদেরকে নেতা হিসেবে যারা গ্রহণ করবেন তাদের প্রত্যেকটা ভুলের পাপের ভাগিদার আপনাকে হতে হবে।
তিনি বলেন, জাতিকে সিদ্ধান্ত নিতে হবে মার্কা সরাইয়া ফেললে, লোগো সরাইয়া ফেললে তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। এই ধরনের তথাকথিত মানবরচিত মতবাদের অসৎ নেতৃত্বের পেছনে আমরা থাকব? নাকি পরিবর্তন করব? এই সিদ্ধান্ত আগামী নির্বাচনে নিতে যদি আমরা ভুল করি তাহলে রাসুল (সা.) এর সুন্নাহ পরিপন্থি কাজ হবে।