বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

১২ কোটি টাকা দিতে চেয়েছিলেন হাসিনা, মাথা বিক্রি করিনি: নুর

১২ কোটি টাকা দিতে চেয়েছিলেন হাসিনা, মাথা বিক্রি করিনি: নুর

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।নুর বলেন, “যদি আমরা বিক্রি হয়ে যাই, তাহলে জনগণ হতাশ হবে এবং এই দেশে আর কিছু হবে না। তাই আমরা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে পটপরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা মানুষের ওপর অত্যাচার শুরু করেছে। তারা হুমকি দিচ্ছে এবং সাংবাদিকদের হয়রানি করছে, যার ফলে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা বাণিজ্য শুরু হয়েছে। আন্দোলনরত ছাত্র-জনতা হামলার শিকার হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।নুর বলেন, “আমরা আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার দেখতে চাই না। যারা আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে, তাদের সবাইকে প্রতিহত করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠনের বিকল্প নেই।”

ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, “আগামী নির্বাচনে রাজনৈতিক জমিদারি ভেঙে ব্যক্তি কেন্দ্রিক ভোট দিতে হবে। পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচন হলে পুরোনো দলগুলোই ক্ষমতায় আসবে এবং একই চিত্র দেখতে পাবেন।”

তিনি বলেন, “আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে।”

সভায় গণঅধিকার পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, জেলা আহ্বায়ক নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহ আলম উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে নুরুল হক নুর বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনৈতিক দল এবং নেতৃত্বের প্রয়োজন। গণপরিষদ সেই কাজ করছে। আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম, শহিদুল ইসলাম ফাহিম, সহসভাপতি আবু হানিফ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল আউয়াল অন্তর।

এদিকে, গতকাল বিকেলে বরগুনার আমতলীর চৌরাস্তা বাঁধঘাট এলাকায় পথসভায় বক্তব্য দিতে গিয়ে নুরুল হক নুর বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নাগরিক অধিকার কেড়ে নিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছিল।”

এ সময় উপস্থিত ছিলেন আমতলী গণঅধিকার পরিষদের আহ্বায়ক সাইদুর রহমান, বরগুনা জেলার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব মোহাম্মদ শাকিল খান।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১