মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

আফগানদের বিপক্ষে খেলবেন না সাকিব

আফগানদের বিপক্ষে খেলবেন না সাকিব

বাংলাদেশের আসন্ন আফগানিস্তান সিরিজে খেলবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন যে অভিজ্ঞ এই অলরাউন্ডার সিরিজে থাকবেন না।

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে, যেখানে সাকিবের খেলা নিয়ে আগে থেকেই কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে আজ চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ সাকিবের অনুপস্থিতি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেন।

প্রথমে বুধবারের (৩০ অক্টোবরের) বোর্ড সভায় সাকিবের খেলা নিয়ে কিছু আশাবাদ প্রকাশ করেছিলেন ফারুক আহমেদ, তবে আজকের সিদ্ধান্তে এই সিরিজে সাকিবের অংশগ্রহণের সম্ভাবনা একেবারে নাকচ হয়ে গেছে।

সাকিব অবশ্য তার অংশগ্রহণের সিদ্ধান্ত বিসিবির ওপর ছেড়ে দিয়েছিলেন, যেখানে তিনি ক্রিকবাজকে বলেছিলেন, ‘আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিত।’

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১