বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

কথিত আ.লীগ নেতা টুটুল সরকার গ্রেপ্তার

কথিত আ.লীগ নেতা টুটুল সরকার গ্রেপ্তার

অবৈধভাবে আইছি খেয়াঘাট দখল করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে কথিত আওয়ামী লীগ নেতা টুটুল সরকারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শনিবার (২৬ অক্টোবর) রাতে আইছি খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে পরে গাজীপুর মেট্রোপলিটন পূর্ব থানায় হস্তান্তর করে আজ রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, টুটুল সরকার দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে আইছি খেয়াঘাট দখল করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়াও সে নিজ এলাকায় আওয়ামী লীগের রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন চাঁদাবাজি ও দখল বাণিজ্য পরিচালনা করে আসছিল। খেয়া ঘাটে অতিরিক্ত ভাড়া এবং অবৈধ ইজারার বিষয়ে প্রতিবাদ করলে তিনি স্থানীয় একাধিক ব্যক্তিকে মারধর করেন এবং প্রাণনাসের হুমকি দেন। তার এ অপকর্মের বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অপহরণের মামলাসহ একাধিক মামলা রয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০