বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

যুদ্ধ সংঘাতের বিরুদ্ধে একটি শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী

যুদ্ধ সংঘাতের বিরুদ্ধে একটি শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’

ত্রিংশ শতাব্দী’ নাটক হলো যুদ্ধ সংঘাতের বিরুদ্ধে একটি শৈল্পিক প্রতিবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর করুণ পরিণতি নাটকটিতে তুলে ধরা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় স্বপ্নদলের প্রযোজনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় নাটক ‘ত্রিংশ শতাব্দী’। নাটকটির ১২৩তম প্রদর্শনী মঞ্চায়িত হয়।

‘স্বপ্নদলের মঞ্চে প্রত্যাবর্তন, পাশে চাই তোমায় সুহৃদ-স্বজন’ স্লোগান নিয়ে গণঅভ্যুত্থানের বিরতি কাটিয়ে আবারও মঞ্চে ফিরেছে স্বপ্নদল। বাদল সরকারের রচনা অবলম্বনে নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

জাপানের হিরোশিমা, নাগাসাকির পারমাণবিক বোমা বিস্ফোরণের পরিণতির পাশাপাশি বাংলাদেশ-পাকিস্তান বসনিয়া-ফিলিস্তিন, পাকিস্তান-ভারত, ইরাকে মার্কিন আগ্রাসনসহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বৈশ্বিক পরিস্থিতি নাটকে তুলে ধরা হয়েছে। একটা যুদ্ধ বিরতি বার্তা দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১