মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
চিন্ময় কুমার ঘোষ, কবি লেখক ও সংস্কারক। তিনি ১৯৩১ সালের ২৭ আগস্ট বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৪৪ সালে ১২ বছর বয়সী চিন্ময় অরবিন্দ আশ্রমে চলে যান। আশ্রমে তিনি পরবর্তী ২০ বছর বিভিন্ন আধ্যাত্মিক কার্যক্রম, যেমন—ধ্যান, বাংলা ও ইংরেজি সাহিত্য অধ্যয়ন এবং আশ্রমের কাজ করেন। ১৯৬৪ সালে তিনি নিউইয়র্ক চলে যান। সেখানে তিনি যোগ ধর্মচর্চা শুরু করেন। নিউইয়র্কের কুইন্স শহরে প্রথম মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করেন। ৬০টি দেশে তার অনুসারীর সংখ্যা হয় হাজার হাজার। তিনি দৌড়, সাঁতার ও ভারোত্তোলনের মতো অ্যাথলেটিকসের সঙ্গেও জড়িত ছিলেন। তিনি কানাডা ভ্রমণকালে অঙ্কন শুরু করেন। তার এই শিল্পকর্মের নাম দেন ঝর্ণাকলা। তার শিল্পকর্মের অনুপ্রেরণা হিসেবে কাজ করে বৈশ্বিক একাত্মতা ও বৈশ্বিক শান্তি। তার শিল্পকর্ম প্যারিসের ল্যুভর সংগ্রহশালা ও ইউনেস্কোর অফিস, লন্ডনের ভিক্টোরিয়া মিউজিয়াম, আলবার্ট মিউজিয়াম ও মল গ্যালারি, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং জাতিসংঘ সদর দপ্তরে বিদ্যমান। চিন্ময়ের অনুসারীদের মতে, তিনি বাংলায় এবং ইংরেজি ভাষায় গীতসহ সহস্রাধিক সংগীতের সুর করেছেন। ১৯৭৬ সালে মিউজিক ফর মেডিটেশন নামে একটি ফোকওয়ে রেকর্ডস অ্যালবাম প্রকাশ করেন। শ্রী চিন্ময় সেন্টার অনুসারে, তার লেখা কবিতার সংখ্যা ১ লাখ ২০ হাজারের অধিক। চিন্ময় ধ্রুপদী ধাঁচের কাব্যের কয়েকটি ভলিউম প্রকাশ করেন। ২০০৭ সালের ১১ অক্টোবর তিনি মারা যান।