শনিবার, ১২ এপ্রিল ২০২৫

জলপাইয়ের বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে জলপাইয়ের বিচি গলায় আটকে তুবা মনি (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তুবা মনি উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামের মজিবুর রহমানের মেয়ে।

নিহতের পরিবার জানায়, বুধবার দুপুরের দিকে একটি জলপাইয়ের বিচি শিশু তুবা মনির গলায় আটকে যায়। পরে শ্বাসরোধ হয়ে দীর্ঘক্ষণ খিচুনি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. মোহাম্মদ ঈশা খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, গলায় বিচি আটকে শ্বাসরোধ হয়ে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০