বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

স্টোকস-জাদেজার এলিট ক্লাবে মিরাজের নাম

স্টোকস-জাদেজার এলিট ক্লাবে মিরাজের নাম

মেহেদী হাসান মিরাজ চলমান ২০২৩-২৫ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের জায়গা করে নিয়েছেন এক বিশেষ অলরাউন্ডারদের ক্লাবে। ব্যাট হাতে ৫০০ রান এবং বোলিংয়ে ৩০ উইকেট শিকার করে মিরাজ যোগ দিয়েছেন এমন একটি তালিকায়, যেখানে রয়েছেন বেন স্টোকস ও রবীন্দ্র জাদেজার মতো তারকারা।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে, দলের কঠিন সময়ে মিরাজ আবারও নিজেকে প্রমাণ করেছেন। ৭৭ রানের অসাধারণ ইনিংস খেলে তিনি দলকে লিড এনে দেন এবং ইনিংস পরাজয়ের সম্ভাবনা উড়িয়ে দেন। ব্যাটিং পারফরম্যান্সের পাশাপাশি বোলিংয়েও মিরাজ অবদান রেখেছেন, যা তাকে এনে দিয়েছে এই সম্মান।

মিরাজ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এক চক্রে ৫০০ রান এবং ৩০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। এই কীর্তির মাধ্যমে তিনি ইংল্যান্ডের বেন স্টোকস ও ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে অভিজাত ক্লাবে নিজের নাম লিখিয়েছেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১