বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

এক বছর পর ফুটবলে ফিরে কেমন করলেন নেইমার?

এক বছর পর ফুটবলে ফিরে কেমন করলেন নেইমার?

ব্রাজিল তারকা নেইমার দীর্ঘ এক বছরের চোট কাটিয়ে তার ক্লাব আল হিলালের হয়ে মাঠে ফিরেছেন। সোমবার (২১ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট পর্বের ম্যাচে আল আইন-এর বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। যদিও ম্যাচে আহমরি কিছু করতে পারেননি তিনি তবে তার মাঠে ফেরা ফুটবল ভক্তদের জন্য স্বস্তিদায়ক।

নেইমার ৭৭তম মিনিটে নাসের আল-দাওসারিকে বদলি করে মাঠে নামেন, ঠিক কিছুক্ষণ আগেই সালেম আল-দাওসারি আল হিলালকে ৫-৩ গোলে এগিয়ে দেন। মাঠে নেমেই নেইমার মিত্রোভিচের সাথে পাস বিনিময় করেন এবং গোল করার সুযোগ সৃষ্টি করেন, তবে তার শটটি পোস্টের বাঁ পাশে সামান্য বাইরে চলে যায়।

ম্যাচটি ৫-৪ গোলে আল হিলালের জয়ে শেষ হয়। আল আইন শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায়। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি ভালো অনুভব করছি…আমার দলে সবসময়ই ভালো খেলোয়াড় আছে। আমি খুব খুশি, আমি ফিরে এসেছি!’

প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) থেকে আল হিলালে যোগ দেওয়ার কয়েক মাস পরই ২০২৩ সালের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নেইমার হাঁটুর গুরুতর চোট পান এবং সার্জারি করতে হয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১