মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

তিন দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তিন দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে রাজধানীর সরকারি সাত কলেজকে মুক্তি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়সহ তিন দফা দাবিতে চার ঘণ্টা অবরোধের পর ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে নীলক্ষেত ও সাইন্সল্যাব সড়ক ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার সময় রাজধানীর সাইন্সল্যাব ও নীলক্ষেত মোড় থেকে সরে যান সাত কলেজের শিক্ষার্থীরা।

এ সময় সাইন্সল্যাব থেকে তিন দফা দাবি পেশ করে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন সাত কলেজ সংস্কারের প্রতিনিধি ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান।

দাবিগুলো হচ্ছে- সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে। সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধু একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করবেন। সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন, যাতে করে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনো ধরনের পরিবেশ তৈরি না হয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১