বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে প্রোটিয়ারা

প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে প্রোটিয়ারা

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনটি নাটকীয়তায় ভরপুর ছিল। তবে শেষপর্যন্ত দিনটি সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের ঝুলিতেই গেছে।

সোমবার (২১ অক্টোবর) দিনের খেলা শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের আগেই আলো-স্বল্পতার কারণে বন্ধ করা হয়। প্রোটিয়ারা প্রথম দিনের খেলা শেষ করে ১৪০ রান করে অবশ্য এ রান করতে তাদের ৬ ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। বাংলাদেশের করা ১০৬ রানের চেয়ে ৩৪ রানে এগিয়ে প্রোটিয়ারা, হাতে রয়েছে ৪টি উইকেট।

দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে ধুঁকতে থাকে। কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডার এবং কেশব মহারাজের দুর্দান্ত বোলিং আক্রমণে বাংলাদেশি ব্যাটারদের প্রতিরোধ গড়ে তোলার কোনো সুযোগই ছিল না। দক্ষিণ আফ্রিকার পেস এবং স্পিনের মিশ্রণে চেপে ধরে বাংলাদেশকে মাত্র ১০৬ রানে গুটিয়ে দেয়।

বাংলাদেশের ইনিংসে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি কোনো ব্যাটারই। ওপেনার মাহমুদুল হাসান জয় দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন। লিটন দাস এবং মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ব্যাটাররাও রান করতে ব্যর্থ হন। বাংলাদেশের ইনিংসের চতুর্থ উইকেট পড়ার সঙ্গে সঙ্গে রাবাদা তার টেস্ট ক্যারিয়ারের ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। রাবাদা ছাড়াও উইয়ান মুল্ডার ও কেশব মহারাজের বোলিংও বাংলাদেশকে বড় ধাক্কা দেয়, এই দুই বোলারও ৩টি করে উইকেট শিকার করেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১