বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
ইসরায়েলে ব্যাপক আকারে হামলা চালিয়েছে লেবানন। এতে ইসরায়েলের অন্তত ৯টি অঞ্চলে বিমান হামলার সতর্কবার্তার সাইরেন বেজে উঠেছে।
রোববার (২০ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবানন থেকে রকেট ছোড়ার খবর এবং বিস্ফোরণের শব্দের মধ্যে উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।
ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের ৯ এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। এসব এলাকা হলো কিরিয়াত শমোনা, কাফার গিলাদি, কেফার ইউভাল, মেটুলা, মায়ান বারুচ, তেল হাই, বেইট হিলেল, গোশেরিম এবং মার্গালিওট।