মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ডেঙ্গুতে মৃত্যু বেশি কর্মক্ষম মানুষের

ডেঙ্গুতে মৃত্যু বেশি কর্মক্ষম মানুষের

ক্রমেই অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির। গড়ে ৭ থেকে ৮ জনের মৃত্যু হচ্ছে প্রতিদিন। শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তিও গড়ে হাজারের বেশি। মৃতদের মধ্যে সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষ। চলতি বছর মৃত ২৩৭ জনের মধ্যে দুই-তৃতীয়াংশই কর্মক্ষম মানুষ, যাদের আয়ের ওপর নির্ভরশীল ছিল পরিবার। ডেঙ্গু তাদের পরিবার তছনছ করে দিয়েছে।

ডেঙ্গু বিস্তারের ইতিহাস ২০০০ সাল থেকে গত দুই যুগের। সারা দেশে রোগটি ছড়িয়ে পড়ার জন্য মশকনিধনে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

রোগতাত্ত্বিক ও জনস্বাস্থ্যবিদরা বলছেন, কয়েক বছর ধরে ডেঙ্গুতে কর্মক্ষম মানুষ সবচেয়ে বেশি মারা যাচ্ছে। এতে পরিবার চরম বেকায়দায় পড়ে যাচ্ছে। কর্মক্ষম মানুষের মৃত্যু বেশি হওয়ার নেপথ্যে অবহেলাকে সবচেয়ে বেশি দায়ী করছেন। জ্বর জ্বর অনুভব করলেও কাজ ফেলে কেউ যাচ্ছে না ডেঙ্গু পরীক্ষা করতে। ফলে রোগটি নীরবে মৃত্যুর দিকে ধাবিত করছে আক্রান্ত ব্যক্তিকে। এরপর পরিস্থিতির অবনতি হলে রোগী হাসপাতালে নিয়ে এলেও শেষ রক্ষা হয় না। সেইসঙ্গে মশকনিধনে নিয়োজিতদের উদাসীনতাকেও দায়ী করছেন তারা।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১