মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বৃষ্টিস্নাত সন্ধ্যায় নজরুল সংগীতে মুখরিত ছায়ানটের শ্রোতার আসর

বৃষ্টিস্নাত সন্ধ্যায় নজরুল সংগীতে মুখরিত ছায়ানটের শ্রোতার আসর

বৃষ্টিস্নাত সন্ধ্যায় নজরুল সংগীতে মুখরিত ছায়ানটের শ্রোতার আসর। নবীন শিল্পী ঐশ্বর্য সমদ্দারের ‘শাওন আসিল ফিরে’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় শ্রোতার আসর।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানী শংকরে ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে ছায়ানটের আয়োজনে অনুষ্ঠিত হয় শ্রোতার আসর।

এবারের আসরের শিল্পীরা ছিলেন শামিমা পারভীন শিমু এবং সুমন মজুমদার। শুরুতে দুটি নজরুল সংগীত পরিবেশন করেন নবীন শিল্পী ঐশ্বর্য সমদ্দার। শামিমা পারভীন শিমু পরিবেশন করেন নজরুল সংগীত ‘নয়নে নিদ নাহি’, ‘সন্ধ্যা গোধুলি লগনে কে’ সহ সাতটি গান। সুমন মজুমদার পরিবেশন করেন ‘স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে’, ‘মম মধুর ও মিনতি শোন ঘন’।

তবলায় সঙ্গত করেন গৌতম সরকার, কিবোর্ড বাজান রবিন্স চৌধুরী, বাঁশি বাজান মামুনুর রশীদ এবং মন্দিরা বাজিয়েছেন প্রদীপ কুমার রায়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১