মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে মনিটরিং বাড়াতে হবে : মঞ্জু

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে মনিটরিং বাড়াতে হবে : মঞ্জু

মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে মনিটরিং বাড়াতে হবে। অনতিবিলম্বে মধ্যস্বত্বভোগী ও ফরিয়াদের দৌরাত্ম্য কমিয়ে নিত্যপণ্যকে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।

শুক্রবার (১৮ অক্টোবর) আমার বাংলাদেশ (এবি) যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকনের সঞ্চালনায় যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুলের সভাপতিত্বে যুব পার্টির প্রতিনিধি সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, হাইকোর্টের কয়েকজন বিচারপতির সুযোগ-সুবিধা অক্ষুণ্ন রেখে ক্ষমতা রহিত করার যে নির্দেশনা দেওয়া হয়েছে এতে বিচার কার্যক্রমের দীর্ঘসূত্রতা আরও বাড়বে। এভাবে আদালত ঘেরাও করে আন্দোলনের পর সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয় বলে তিনি মনে করেন।

এ ছাড়া তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ বিচার না হলে এই বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। তিনি দল-মত নির্বিশেষে যুবসমাজের নিকট রাষ্ট্র বিনির্মাণের আহ্বান তুলে ধরার জন্য যুব পার্টির নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১