বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা জানিয়েছেন, ক্লাবটি চলতি গ্রীষ্মে লামিন ইয়ামালের জন্য ২৭০ মিলিয়ন ডলারের (৩২৩৬ কোটি টাকার) একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে লাপোর্তা বলেননি কোন ক্লাব এই প্রস্তাব দিয়েছিল, কিন্তু বিভিন্ন প্রতিবেদন অনুসারে, প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) তাদের স্টার কিলিয়ান এমবাপ্পের পরিবর্তে ইয়ামালকে দলে নেওয়ার কথা ভেবেছিল, যিনি এই বছর রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন।
লামিন ইয়ামাল, মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনা ও স্পেনের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন। ২০২৩ সালে ১৫ বছর বয়সে বার্সার হয়ে আত্মপ্রকাশ করা এই তরুণ ইতিমধ্যে ৬০টিরও বেশি ম্যাচ খেলেছেন এবং সামার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে স্পেনের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
লাপোর্তা বার্সার কয়েকজন খেলোয়াড়কে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আসা সমালোচনাকে প্রতিহত করেছেন। তিনি বলেন, ‘অনেকে মনে করেন যে আমরা আর্থিক সমস্যার কারণে খেলোয়াড়দের বিক্রি করেছি। কিন্তু এটি সঠিক নয়। আমরা ক্রীড়াসংক্রান্ত কারণেই খেলোয়াড়দের ছেড়েছি।’
তিনি আরও বলেন, ‘একটি ক্লাব ২৫০ মিলিয়ন ইউরো দিয়ে লামিনকে কেনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।’