মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম কারাগারে

ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম কারাগারে

গ্রাহকের জমাকৃত প্রায় ৯শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অর্থ আত্মসাৎ মামলায় ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লি. এর সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

এদিন দুপুরে মো. নজরুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। মামলায় ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুঁইয়া এবং আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ তালুকদার। জানা যায়, ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির বিমা গ্রাহকদের জমাকৃত ৮১৬ কোটি ২৯ লাখ ৭২ হাজার ৪৪০টাকা আত্মসাতের অভিযোগে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কোম্পানির আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ফারইস্টের সাবেক পরিচালক এম এ খালেক ও সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ ১৪ জনকে আসামি করা হয়। এর পর প্রায় ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ৩০ মার্চ শাহবাগ থানায় আরও একটি মামলা করেন কোম্পানির আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

মামলা দায়েরের পর গ্রেপ্তার হলেও পরে জামিন পান নজরুল ইসলাম। সব মিলিয়ে প্রায় ৯শ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে কোম্পানিটির সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১