মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
নিত্যপণ্যের বাজারের সিন্ডিকেট ভাঙতে সরকার শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কারওয়ান বাজার টিসিবি চত্বরে ন্যায্যমূল্যে কৃষিজাত পণ্যের বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে পথে পথে চাঁদাবাজি অনেকটা দায়ী। এ জন্য চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের বাজারের সিন্ডিকেট ভাঙতে সরকার শক্ত অবস্থানে রয়েছে।
উপদেষ্টা বলেন, মানুষকে স্বস্তি দিতে ট্রাকসেলে নিত্যপণ্য বিক্রির পরিধি আরও বাড়ানো হবে।এ সময় বাজারের সিন্ডিকেট ভাঙতে গণমাধ্যমের সহায়তা চান আসিফ মাহমুদ। তিনি বলেন, সিন্ডিকেট এখনো সক্রিয় রয়েছে। পণ্যের হাতবদল কমানো গেলে ভোক্তা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবে।