মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

মিরপুর টেস্টে সাকিবের অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যা বিসিবির

মিরপুর টেস্টে সাকিবের অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যা বিসিবির

ভারত সফরের মাঝপথে টেস্ট থেকে অবসরের ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে অনুষ্ঠেয় প্রথম টেস্টকে নিজের বিদায়ী ম্যাচ হিসেবে রাখতে চেয়েছিলেন এই অলরাউন্ডার। তবে দেশে তার বিরুদ্ধে একটি মামলা থাকায় সেই স্বপ্নপূরণের পথে শঙ্কা ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (১৬ অক্টোবর) ঘোষিত বাংলাদেশের টেস্ট স্কোয়াডে সাকিবের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিসিবির নির্বাচক হান্নান সরকার এ নিয়ে এক ভিডিও বার্তায় বলেন, ‘সাকিব মিরপুর টেস্টে খেলে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিল। আমরা জানি, এটি কিছুটা সরকারি এবং বোর্ডের ব্যাপার ছিল। আমরা নির্বাচকরা সব দিক থেকে ক্লিয়ারেন্স নেওয়ার পরই স্কোয়াড গঠন করি। বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়ার পর স্বাভাবিকভাবেই আমরা সাকিবকে স্কোয়াডে রেখেছি। এটি আনন্দের, বাংলাদেশের ক্রিকেটের এমন একজন লিজেন্ড খেলোয়াড় মিরপুরের হোম অব ক্রিকেট থেকে বিদায় নিতে পারছে।’

সাকিবের শেষ টেস্টে তার পারফরম্যান্স নিয়ে আশাবাদী হান্নান আরও বলেন, ‘এই ম্যাচটি আমাদের জন্য স্মরণীয় হতে পারে। আশা করছি, সাকিব নিজের বিদায়ী ম্যাচে বাংলাদেশের ক্রিকেটে আরও একটি অবদান রাখবে। তার জন্য শুভকামনা থাকলো, এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি একটি বড় প্রাপ্তি হবে যে এমন একজন বড় মাপের খেলোয়াড় মাঠ থেকে বিদায় নিচ্ছে।’

উল্লেখ্য, আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সাকিব এই টেস্ট খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন। দ্বিতীয় টেস্টটি ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১