বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

ফরাসি তারকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্ত শুরু

ফরাসি তারকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্ত শুরু

সময়টা ভালো যাচ্ছে না ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের। একে তো জাতীয় দলের খেলা বাদ দিয়ে নাইট ক্লাবে যাওয়ার কারণে সমালোচিত হয়েছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবল তারকা। এবার অবশ্য তার বিরুদ্ধে এলো আরো গুরুতর অভিযোগ।

ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে সুইডেনে এক ধর্ষণের অভিযোগে মামলায় পুলিশের তদন্তের আওতায় এসেছেন। সুইডেনের স্থানীয় এক পত্রিকা তার সাম্প্রতিক সফরের পর এই খবর প্রকাশ করেছে। তবে রিয়াল মাদ্রিদের এই তারকা এই প্রতিবেদনকে “ভুয়া খবর” বলে দাবি করেছেন।

সুইডিশ পত্রিকা এক্সপ্রেসেন-এর তথ্য অনুযায়ী, ২৫ বছর বয়সী এমবাপ্পে ধর্ষণ এবং যৌন হয়রানির অভিযোগে তদন্তের মুখোমুখি হয়েছেন। যদিও এমবাপ্পে এবং তার ঘনিষ্ঠরা এ ধরনের কোনো অভিযোগ সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।

সুইডিশ আইন অনুসারে, তদন্তের ক্ষেত্রে সন্দেহের মাত্রা বিভিন্নভাবে নির্ধারণ করা হয়। এখানে ‘যৌক্তিক সন্দেহ’ হলো নিম্নতম মাত্রার সন্দেহ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১