মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

দুই দিনের কর্মসূচি দিল ঢাকা দক্ষিণ বিএনপি

দুই দিনের কর্মসূচি দিল ঢাকা দক্ষিণ বিএনপি

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

সোমবার (১৪ অক্টোবর) সাইদুর রহমান পিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় গোড়ান নবাবী মোড়, টেম্পু স্ট্যান্ডে এবং আগামী শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এদিকে ঢাকা মহানগরে ডেঙ্গু আক্রান্তদের জন্য চিকিৎসাসেবা এবং রক্তের জন্য হটলাইন ও ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন শেষে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গণবিরোধী ও ফ্যাসিস্ট সরকার জনগণের জান-মালের তোয়াক্কা করেনি। কিন্তু এখন তো জনসমর্থিত সরকার। একটি গণবিপ্লব সংঘটিত হওয়ার পরে এ সরকার এসেছে। এ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের উচিত ছিল ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়া। সরকারের উপদেষ্টারা নানা ধরনের পদক্ষেপের কথা বলে যাচ্ছেন, কিন্তু মানুষের জীবন বাঁচাতে যে আরও তৎপর হওয়া দরকার তেমনটি পরিলক্ষিত হয়নি। এটা দুর্ভাগ্যজনক।

রিজভী বলেন, ইতোমধ্যে সরকারিভাবেই ২০০-এর অধিক মানুষ মারা গেছেন ডেঙ্গুতে এবং প্রতিদিন ১০ থেকে ১২ জন করে মারা যাচ্ছেন। ডেঙ্গু তো প্রতিরোধ্য। এটি প্রতিরোধের জন্য আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখন তো আর শেখ হাসিনার আমল না। তার ভাতিজা তাপস সিটিতে ডেঙ্গু ওষুধ ব্যবহারের জন্য যে রুম বরাদ্দ ছিল সেটি তো অন্য কাজে ব্যবহার করেছে। তারা ছিল হরিলুটের সরকার।

তিনি বলেন, যে কোনো মহামারি থেকে মানুষের জীবনকে বাঁচাতে হবে। সে বিষয়ে আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। এটি যদি না করা যায় তবে মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হবে। এক্ষেত্রে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকা উত্তরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়াল ও দক্ষিণের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সমন্বিত চিকিৎসক টিম ঢাকা মহানগরে ডেঙ্গু মোকাবিলায় দলের সামর্থ্য অনুযায়ী যতটুকু উদ্যোগ গ্রহণ করা দরকার ততটুকু তারা করেছেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১