মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সিলেটে ৭০০ নৌকাসহ বালু ও পাথর জব্দ

সিলেটে ৭০০ নৌকাসহ বালু ও পাথর জব্দ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ইসিএভুক্ত এলাকায় অভিযান চালিয়ে ৭০০ নৌকাসহ বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ অক্টোবর) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে নৌকা, বালু ও পাথর জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।

অভিযানে ৭০০ নৌকা, ৯ লাখ ৬৬ হাজার ঘনফুট বালু, ১০ হাজার ঘনফুট পাথর ও দুটি পাথর ভাঙার মেশিনসহ পরিবহনের কাজে ব্যবহৃত কয়েকটি গাড়ি জব্দ করা হয়েছে।

ইউএনও তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং দেশের প্রধান পর্যটনকেন্দ্র গুলোর একটি। এখানে অনিয়ন্ত্রিতভাবে বালু-পাথর উত্তোলনের ফলে পর্যটনকেন্দ্রটির সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশও হুমকির মুখে। এরই পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি জাফলংকে পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১