রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
যুক্তরাষ্ট্রে মারা যাওয়া এক ব্যক্তির বিমার পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে ১৭ লাখ টাকার বেশি হাতিয়ে নেন আজিজ মোল্লা নামে এক ব্যক্তি। এমন প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে রাজধানীর নিউমার্কেট থানা পুলিশ।
রোববার (১৩ অক্টোবর) সকালে খিলগাঁও থানা পুলিশের সহায়তায় বনশ্রীর মডেল এজেন্সি নামক একটি অফিস থেকে আজিজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৯টি ব্যাংকের ৯টি চেক বই, ৩টি এটিএম কার্ড, দুটি ভিসা কার্ড ও প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজ মোল্লা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।