মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

শ্রমিক অসন্তোষ পোশাকখাত ধ্বংসের চক্রান্ত, কলকাঠি নাড়ছে তৃতীয় পক্ষ

শ্রমিক অসন্তোষ পোশাকখাত ধ্বংসের চক্রান্ত, কলকাঠি নাড়ছে তৃতীয় পক্ষ

দেশের শিল্পঘন এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে যেসব শ্রমিক আন্দোলন বা শ্রমিক অসন্তোষ চলছে, সেগুলোকে ‘পোশাকশিল্প ধ্বংসের চক্রান্ত’ বলে দাবি করেছেন খাত সংশ্লিষ্টরা। পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে তারা বলছেন, রপ্তানি আয়ের ৮৪ ভাগ নেতৃত্ব দিচ্ছে পোশাকখাত। শ্রমিকের সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন থামছে না। এ থেকে বোঝা যায় এর পেছনে তৃতীয় কোনো পক্ষ কলকাঠি নাড়ছে।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীতে ‘পোশাকশিল্পের চলমান অস্থিরতা দূরীকরণে করণীয়’ শীর্ষক বিজিএমইএ’র সাধারণ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় শিল্প উদ্যোক্তাদের কাছ থেকে এসব কথা উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি এম এ সালাম। বক্তব্য রাখেন পোশাকশিল্প খাতের উদ্যোক্তারা।

স্বাগত বক্তব্যে ডাকসুর সাবেক সদস্য, ফোরাম সাধারণ সম্পাদক এবং নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ হোসাইনী বলেন, পোশাকশিল্পের অরাজকতা এবং শ্রমিক অসন্তোষের নামে যারা দেশের অর্থনীতিকে ধুলিস্যাৎ করতে চায়, যারা শ্রমিকের পাওনা পরিশোধ করে না, তাদের পরিচয় তুলে ধরতে হবে। তাদের কারণে সৎ শিল্পমালিকরা বেকায়দায় থাকেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১