মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

প্রশংসায় ভাসছেন ইমন

আবারও সরব হচ্ছেন মডেল-অভিনেতা থেকে চিত্রনায়ক বনে যাওয়া মামনুন হক ইমন। এরইমধ্যে গত ১ অক্টোবরে একটি ওটিাট প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ইমন অভিনীত প্রথম ওয়েব ফিল্ম মায়। মুক্তির আগের দিন গত সোমবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর এসকেএস সেন্টারের স্টার সিনেপ্লেক্সে ছিল মায়ার বিশেষ প্রদর্শনী। এই ওয়েব ফিল্মের অভিনয়শিল্পী, কলাকুশলীসহ এসেছিলেন অন্য তারকা ও পরিচালকরা। প্রদর্শনী শেষে কেউ কেউ বলেছেন, ‘রাহাত’ চরিত্রে বাজিমাত করেছেন মামনুন ইমন। ছবিটি দেখে অনেক তারকাই ইমন ও সারিকার অভিনয়ের প্রশংসা করেছেন। মায়া সিনেমায় রাহাত চরিত্র হয়ে উঠতে ইমনকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কারণ, তার জন্য এটা অনেক চ্যালেঞ্জিং ছিল। এমন চরিত্রে অভিনয়ের প্রস্তাব তাকে আগে কোনো পরিচালক দেননি। সেই গল্প তুলে ধরে ইমন বলেন, ‘রায়হান রাফী আগের কাজগুলো যাদের সঙ্গে করেছেন, এই যেমন- ‘সুড়ঙ্গ’-তে আফরান নিশো, তাকে কিন্তু দর্শক আলাদা একটা জায়গায় রেখেছেন। শরিফুল রাজের সঙ্গেও করছেন, সেটাও অভিনয়নির্ভর দারুণ একটা গল্প। যত ওয়েব ফিল্ম রাফী বানিয়েছেন, বেশির ভাগই অভিনয়নির্ভর কাজ এবং গল্পগুলোও দুর্দান্ত। শেষে করেছে শাকিব খানকে নিয়ে ‘তুফান’। শাকিব ভাইকে কাছ থেকে দেখার সুযোগ থাকার কারণে আমি দেখেছি, ‘তুফান’-এর শুটিংয়ের সময় কতটা আন্তরিক হয়ে তিনি কাজটি করতেন। আমার মাথায় এসব ছিল। আমিও যে চরিত্র পেয়েছি, সেটাতে নায়কোচিত ভাব থেকে বের হয়ে চরিত্র হয়ে উঠতে হবে, এটা ভাবতে হয়েছে।’ ‘রাহাত’ চরিত্রে প্রস্তাব পাওয়ার পর থেকে ঢাকার একটি মাদকাসক্তি নিরায়ম কেন্দ্রে নিয়মিত যেতেন মামনুন ইমন। চিকিৎসকদের সঙ্গে কথা বলতেন। মাদকাসক্ত ব্যক্তিদের আচার-আচরণ সামনে থেকে পর্যবেক্ষণ করতেন। সেসব গল্পই শোনান ইমন, ‘চিকিৎসকদের সঙ্গে কথা বলে মাদকাসক্ত ব্যক্তিদের আচরণ বোঝার চেষ্টা করেছি। তারা সেখানে কী করেন, কেমন তাদের আচরণ। আবার যখন ড্রাগস নেওয়া বন্ধ করে দেন, তখন অবস্থা কেমন হয়, তা-ও বোঝার চেষ্টা করেছি। প্রথম ওয়েব ফিল্ম, চেষ্টার কমতি রাখিনি। চরিত্রটিকে নিজের ভেতর ধারণ করতে ছয় থেকে সাত দিন লেগেছে। এ-ও ভেবেছি যে সৎভাবে যদি কাজটা করি, মানুষ বুঝবে, ইমনের অভিনয়ের প্রতি যে আগ্রহ, তা শুধু মুখে মুখে নয়। বলতে পারেন, আমি চরিত্রটায় ডুবে ছিলাম।’ এদিকে আগামী সপ্তাহে নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন ইমন। ময়নার চর নামের এই ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান। দুটি ছবির শুটিংও শেষ করা আছে। ‘কানামাছি’ ও ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ নামের ছবি দুটির ডাবিংও শেষ। ‘অপারেশন জ্যাকপট’ ছবির কাজ ৮০ ভাগ শেষ হয়েছে বলে জানান ইমন।

আবারও সরব হচ্ছেন মডেল-অভিনেতা থেকে চিত্রনায়ক বনে যাওয়া মামনুন হক ইমন। এরইমধ্যে গত ১ অক্টোবরে একটি ওটিাট প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ইমন অভিনীত প্রথম ওয়েব ফিল্ম মায়। মুক্তির আগের দিন গত সোমবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর এসকেএস সেন্টারের স্টার সিনেপ্লেক্সে ছিল মায়ার বিশেষ প্রদর্শনী। এই ওয়েব ফিল্মের অভিনয়শিল্পী, কলাকুশলীসহ এসেছিলেন অন্য তারকা ও পরিচালকরা। প্রদর্শনী শেষে কেউ কেউ বলেছেন, ‘রাহাত’ চরিত্রে বাজিমাত করেছেন মামনুন ইমন। ছবিটি দেখে অনেক তারকাই ইমন ও সারিকার অভিনয়ের প্রশংসা করেছেন।

মায়া সিনেমায় রাহাত চরিত্র হয়ে উঠতে ইমনকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কারণ, তার জন্য এটা অনেক চ্যালেঞ্জিং ছিল। এমন চরিত্রে অভিনয়ের প্রস্তাব তাকে আগে কোনো পরিচালক দেননি। সেই গল্প তুলে ধরে ইমন বলেন, ‘রায়হান রাফী আগের কাজগুলো যাদের সঙ্গে করেছেন, এই যেমন- ‘সুড়ঙ্গ’-তে আফরান নিশো, তাকে কিন্তু দর্শক আলাদা একটা জায়গায় রেখেছেন। শরিফুল রাজের সঙ্গেও করছেন, সেটাও অভিনয়নির্ভর দারুণ একটা গল্প। যত ওয়েব ফিল্ম রাফী বানিয়েছেন, বেশির ভাগই অভিনয়নির্ভর কাজ এবং গল্পগুলোও দুর্দান্ত। শেষে করেছে শাকিব খানকে নিয়ে ‘তুফান’। শাকিব ভাইকে কাছ থেকে দেখার সুযোগ থাকার কারণে আমি দেখেছি, ‘তুফান’-এর শুটিংয়ের সময় কতটা আন্তরিক হয়ে তিনি কাজটি করতেন। আমার মাথায় এসব ছিল। আমিও যে চরিত্র পেয়েছি, সেটাতে নায়কোচিত ভাব থেকে বের হয়ে চরিত্র হয়ে উঠতে হবে, এটা ভাবতে হয়েছে।’

‘রাহাত’ চরিত্রে প্রস্তাব পাওয়ার পর থেকে ঢাকার একটি মাদকাসক্তি নিরায়ম কেন্দ্রে নিয়মিত যেতেন মামনুন ইমন। চিকিৎসকদের সঙ্গে কথা বলতেন। মাদকাসক্ত ব্যক্তিদের আচার-আচরণ সামনে থেকে পর্যবেক্ষণ করতেন। সেসব গল্পই শোনান ইমন, ‘চিকিৎসকদের সঙ্গে কথা বলে মাদকাসক্ত ব্যক্তিদের আচরণ বোঝার চেষ্টা করেছি। তারা সেখানে কী করেন, কেমন তাদের আচরণ। আবার যখন ড্রাগস নেওয়া বন্ধ করে দেন, তখন অবস্থা কেমন হয়, তা-ও বোঝার চেষ্টা করেছি। প্রথম ওয়েব ফিল্ম, চেষ্টার কমতি রাখিনি। চরিত্রটিকে নিজের ভেতর ধারণ করতে ছয় থেকে সাত দিন লেগেছে। এ-ও ভেবেছি যে সৎভাবে যদি কাজটা করি, মানুষ বুঝবে, ইমনের অভিনয়ের প্রতি যে আগ্রহ, তা শুধু মুখে মুখে নয়। বলতে পারেন, আমি চরিত্রটায় ডুবে ছিলাম।’

এদিকে আগামী সপ্তাহে নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন ইমন। ময়নার চর নামের এই ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান। দুটি ছবির শুটিংও শেষ করা আছে। ‘কানামাছি’ ও ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ নামের ছবি দুটির ডাবিংও শেষ। ‘অপারেশন জ্যাকপট’ ছবির কাজ ৮০ ভাগ শেষ হয়েছে বলে জানান ইমন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১