মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বৃষ্টি উপেক্ষা করে ইজতেমায় অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানদের ঢল

লালমনিরহাটে তিনদিনব্যাপী জেলা ইজতেমায় প্রথম দিনেই বৃষ্টি উপেক্ষা করে অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে। ইজতেমায় জেলার পাঁচ উপজেলাসহ পার্শ্ববর্তী জেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। তিনদিনব্যাপী জেলা ইজতেমায় কাকরাইল থেকে তাবলীগের ধর্মীয় নেতাগণ অংশগ্রহণ করে বয়ান পেশ করবেন। ইজতেমায় মুসুল্লিদের স্বাস্থ্যসেবা দিতে মেরিন’স বাংলাদেশের আয়োজনে এবং যমুনা ক্লিনিকের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। সকাল ১১টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার। সাংবাদিক মেহেদী হাসান জুয়েলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুব রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন প্রমুখ। উল্লেখ, ইজতেমার শেষ দিন পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রশাসনিক নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

লালমনিরহাটে তিনদিনব্যাপী জেলা ইজতেমায় প্রথম দিনেই বৃষ্টি উপেক্ষা করে অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে। ইজতেমায় জেলার পাঁচ উপজেলাসহ পার্শ্ববর্তী জেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। তিনদিনব্যাপী জেলা ইজতেমায় কাকরাইল থেকে তাবলীগের ধর্মীয় নেতাগণ অংশগ্রহণ করে বয়ান পেশ করবেন।

ইজতেমায় মুসুল্লিদের স্বাস্থ্যসেবা দিতে মেরিন’স বাংলাদেশের আয়োজনে এবং যমুনা ক্লিনিকের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। সকাল ১১টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার।

সাংবাদিক মেহেদী হাসান জুয়েলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুব রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন প্রমুখ।

উল্লেখ, ইজতেমার শেষ দিন পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রশাসনিক নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১