বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ‘পতিত স্বৈরাচার সরকারের দোসররা ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবকে প্রতিবিপ্লবে পরিণত করতে নানামুখী চক্রান্ত করছে। শত শত শহীদের রক্তের স্রোতের এ বিপ্লবকে ধূলিসাৎ করতে দেয়া যাবে না।’PauseMute
রোববার ফেডারেশনের বরিশাল মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মহানগর সভাপতি মাস্টার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর ইকবালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের মহানগর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ, উপদেষ্টা মাওলানা মতিউর রহমান ও অঞ্চল সহকারী পরিচালক মশিউর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন মহানগর সহ-সাধারণ সম্পাদক সানাউল্লাহ সাজিদ ও মাহামুদুল হাসান কামাল প্রমুখ।
আ ন ম শামসুল ইসলাম বলেন, ‘পতিত স্বৈরাচার সরকার বিগত দেড় দেশকে দুর্নীতি লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলেছে। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। এসব টাকা দিয়ে তারা বিদেশে বেগমপাড়া বানিয়েছে। দেশের নাগরিকত্ব ছেড়ে বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছে। তাদের অবাধ দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কথা বলার কারণে দেশপ্রেমিক নেতৃত্বকে জুডিশিয়াল কিলিং করেছে। শত শত নেতাকর্মীকে হত্যা ও গুম করেছে। মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে অসংখ্য নেতাকর্মীকে। তারা আমাদের ঘরবাড়ি ও ব্যবসা বাণিজ্য দখল করেছে। এত জুলুম নির্যাতন সহ্য করে বিরোধী দলীয় নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যায়নি।’
তিনি বলেন, ‘তাদের অবাধ দুর্নীতি লুটপাটের কারণে সবচেয়ে ক্ষতি হয়েছে এদেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। তাদের কারণে দেশের রিজার্ভ কমে গেছে। ফলে দাম বেড়েছে দ্রব্যমূল্যের। আজকে মানুষ অনাহারে-অর্ধাহারে জীবনযাপন করছে। তারা নতুন পোশাক কিনতে পারে না। চিকিৎসা করাতে পারে না। তাদের জীবনে সুখ-শান্তি নেই। এর দায় কোনোভাবেই স্বৈরাচার সরকার এড়াতে পারে না।’
শামসুল ইসলাম বলেন, ‘আমরা আর কোনো স্বৈরাচার সরকারের পুনারাবৃত্তি চাই না। আমরা দেশে একটি জনগণের সরকার চাই। যারা দেশ ও জনগণের জন্য উজাড় করে কাজ করবে। সেই লক্ষ্যে আমাদের সংবিধান সংস্কার করতে হবে। প্রশাসনসহ সকল প্রতিষ্ঠানে দলীয় লেজুড়বৃত্তির ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে ঢেলে সাজাতে হবে। স্বৈরাচারের দোসরদের অবিলম্বে অপসারণ করতে হবে।’
প্রেস বিজ্ঞপ্তি