রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
মোস্তাফিজুর রহমান সুজনঃ
শেখ হাসিনার পদত্যাগসহ নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার ১দফা দাবীতে পটুয়াখালীতে অবাধে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে শহরের বনানী রোডে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে কর্মসূচিতে আগত নেতা-কর্মীর মাঝে বক্তব্য রাখেন।
জেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মিরা।
সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে পৌরসভার মোড় হয়ে ঘুরে পটুয়াখালী শহরের বনানী এলাকায় দলিয় কার্যালয়ে এসে শেষ হয়।