বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
যশোরে ঈদে শপিং করার টাকা দিতে অস্বীকার করা কারণে প্রেমিক হারালো পুরুষাঙ্গ যশোরের কেশবপুরে বিল্লাল হোসেন নামে এক যুবক পরকীয়া প্রেমে জড়িত ছিল। প্রেমের কারণে পরকিয়া করতে যেয়ে, ঈদে শপিং করার টাকা দিতে অস্বীকার করায় প্রেমিকা ক্ষুব্ধ হয়ে তার পুরুষাঙ্গ ধারালো ছুরি দিয়ে কেটে ফেলেছেন বলে অভিযোগ করেছ ভুক্তভোগী। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিল্লাল কেশবপুর উপজেলার ভাল্লুকঘর এলাকার মেছের মোড়লের ছেলে। প্রেমিকা একই এলাকার।
হাসপাতালে চিকিৎসাধীন বিল্লাল হোসেন অভিযোগে বলেন, শনিবার দিবাগত রাতে প্রেমিকা ঈদে শপিং করার জন্য তার কাছে ১০ হাজার টাকা দাবি করেন কিন্তু এত টাকা দেয়া সম্ভব নয় বলা মাত্রই ক্ষেপে যায় প্রেমিকা। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে পোচ দেয় পুরুষাঙ্গে।
ভুক্তভোগীর অভিযোগ, পরকীয়ায় জড়িতে তিনি ৩ লক্ষাধিক টাকা খুইয়েছেন। শেষ পর্যন্ত সেই নারী কেটে নিলো পুরুষাঙ্গ। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।”