বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
আসামী ছেড় দেওয়ার অভিযোগে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আশিকুজ্জামান ও এএসআই মো. ইমরান হোসেনসহ তিনজনের বিরুদ্ধে রোববার আদালতে মামলা হয়েছে।
মামলার অপর আসামি হলেন, মণিরামপুর উপজেলার রতনদিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মুরাদ হোসেন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, মণিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে হাসিবুর রহমান গত ১২ জন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রামের একটি চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে গৌরীপুর কাদেরের দোকানের মোড়ে পৌঁছালে আসামি মুরাদের সাথে তার ধাক্কা লাগে। এ সময় মুরাদ ও তার অজ্ঞাতনামা সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে হাসিবুরকে মারধর করেন। এক পর্যায়ে হাসিবুরের পেটে ছুরিকাঘাত করেন মুরাদ। হাসিবুর রক্তাক্ত জখম হলে এবং তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত মুরাদকে ছুরিসহ হাতেনাতে আটক করেন। পরে খবর দেওয়া হলে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আশিকুজ্জামান ও এএসআই মো. ইমরান হোসেন ঘটনাস্থলে আসেন। স্থানীয় জনগন এ সময় আটক মুরাদকে পুলিশের কাছে সোপর্দ করে। কিন্তু পরবর্তীতে ওই দুই পুলিশ কর্মকর্তা মুরাদকে রক্ষার জন্য তাকে ছেড়ে দেন। একই সাথে অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা মামলা করলে অথবা এ নিয়ে বাড়াবাড়ি করলে শফিকুল ইসলামকে খুন করে লাশ গুমের হুমকি দেন। বাধ্য হয়ে শফিকুল আদালতে মামলা করেন।”