বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

বিরামপুরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-এক

বিরামপুরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-এক

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দিনাজপুর জেলার বিরামপুরে আলী ইমাম
দৃষ্টি (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী গাছের সাথে ধাক্কা খেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

নিহত মোটরসাইকেল আরোহী আলী ইমাম দৃষ্টি (২৮) বিরামপুর পৌর শহরের ৪নং ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক (প্রফেসর পাড়া) এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মহসিন আলী রাজু’র (চশমা রাজু) বড় ছেলে।

স্থানীয়রা ও নিহতের পরিবার জানান, গত মঙ্গলবার (১৩ জুন) আনুমানিক রাত ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বিরামপুর উপজেলার পাঠনচড়া যাওয়ার সময়। পাঠনচড়া সুইস গেট সংলগ্ন এক বাইসাইকেল আরোহী মুখোমুখি আসলে তাঁকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী আলী ইমাম দৃষ্টি (২৮) গাছের সাথে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত দৃষ্টিকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনেন। এসময় তার অবস্থার অবনতি দেখে দৃষ্টির পরিবার ও আত্মীয়-স্বজনেরা সরাসরি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দৃষ্টি (২৮) রাত ১২ টার দিকে মৃত্যুবরণ করেন। তবে বাইসাইকেল আরোহী সম্পূর্ণ সুস্থ আছেন।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১