বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বানারীপাড়ায় অবৈৎ বালু ফেলার পাইপের অতিরিক্ত উচু ডাইভারশন’র কারনে অকালে প্রান হারালো কলেজ পড়ু্য়া শিক্ষার্থী

বানারীপাড়ায় অবৈৎ বালু ফেলার পাইপের অতিরিক্ত উচু ডাইভারশন'র কারনে অকালে প্রান হারালো কলেজ পড়ু্য়া শিক্ষার্থী।

জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ায় চাখার সরকারি ফজলুল হক কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র সাকিব হোসেন হাওলাদার (২৩) মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে । চাখার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আনোয়ার মার্কেটের জামে মসজিদ সংলগ্ন বানারীপাড়া-চাখার ভায়া লস্করপুর সড়কে ৫ জুন সোমবার সন্ধ্যায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। সাকিব চাখারের সীমান্তবর্তী উজিরপুর উপজেলার লস্করপুর গ্রামের রিক্সা-ভ্যান মেরামতের মেকার ফায়জুল হক হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উজিরপুরের লস্করপুর খেয়া পার হয়ে সাকিব মোটরসাইকেল যোগে চাখারের দিকে যাচ্ছিল। তবে পথিমধ্যে যে সড়কের ওপরে স্পীড ব্রেকারের আদলে অবৈধভাবে বালু ফেলার পাইপের জন্য অতিরিক্ত উচু ডাইভারশন তৈরি করা হয়েছে, সেটা তিনি জানতেন না। সেটা দেয়া হয়েছে মাগরিবের নামাজের সময়।

ওই সময় সাকিব ছিল উজিরপুরে। প্রতিদিনের মত সাকিব স্বাভাবিক ভাবে ওই স্থান থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। অন্ধকারে ওই ডাইভারশনের সঙ্গে ধাক্কা লেগে সেখান থেকে প্রায় ২০ ফিট দূরে গিয়ে ছিটকে পরে গাছের সাথে মাথায় সজোরে আঘাত পান সাকিব।

পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মা-বাবার দোয়া নামক যে ড্রেজারের পাইপ দিয়ে ওই সড়কে ডাইভারশন তৈরি করা হয়েছে সেটি বানারীপাড়ার মো. রাসেলের। স্থানীয় কালু,মুক্তিকুল,আউয়াল,সেলিম সরদার ও হালিম সরদারসহ কয়েকজন যুবক ড্রেজার দিয়ে দূর্ঘটনাস্থলের পাশেই বালু দিয়ে ডোবা ভড়াটের কাজ নিয়েছিলো।এদিকে স্থানীয়রা জানান, সাকিবের বাবা রিক্সা গ্যারেজের মেকার হলেও তিনি তার দুটি ছেলের লেখাপড়ার ওপরে বেশ মনযোগী । নিহত সাকিব চাখার সরকারি ফজলুল হক কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র ছিলো। তার ছোট ভাই পবিত্র গ্রন্থ আল-কোরআন হেফজ করছেন চাখারের একটি হাফেজি মাদরাসা থেকে।

তবে নিয়তির কি নির্মম পরিহাস, লেখাপড়া শেষ করে পিতা-মাতার দুঃখ গোছানোর আগেই পিতার কাঁধে লাশ হয়ে চেপে বসলো সেই প্রিয় সন্তান। সাকিবকে হারিয়ে বাবা-মাসহ স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। পরিবারে বইছে শোকের মাতম।প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া সাকিবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ৬ জুন মঙ্গলবার সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাকিবকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়েছে। নিজ ব্যবসা পরিচালনার জন্য রাস্তার উপর

অবৈধভাবে বালু ফেলার পাইপের জন্য অতিরিক্ত উচু ডাইভারশন তৈরি করার কোন বিধান না থাকলে ও বর্তমানে এই ব্যবস্থাই সর্বত্র বিদ্যমান। এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা আজরিন তন্বি জানান রাস্তার পাশ দিয়ে নেয়টা বাঞ্চনিয়। রাস্তার উপর থেকে নেয়ার বিষয়ে ট্রেজার মালিক কিংবা অন্যকেহ আমার কাছ ্ থেকে লিখিত বা মৌলিক কোন অনুমতি নেয় না।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০