বুধবার, ৯ এপ্রিল ২০২৫

বৈশাখের অঙ্গীকার – প্রিতময় সেন

বৈশাখের অঙ্গীকার - প্রিতময় সেন

কবিতা : বৈশাখের অঙ্গীকার
লেখক: প্রিতময় সেন, খাগড়াছড়ি।

ভালো থাকুক প্রতিটি মানব
ভালো হোক তাদের চিন্তাধারা,
সৃজনশীল হোক তাদের জ্ঞান
বুঝতে শিখুক ভালো – খারাপ।

ধনী ব্যক্তির উঁচু আসন
গরিবের জায়গা মাটিই,
কেন এই কঠিন নিয়ম
রক্তে -মাংসেতো সবাই একি….।

জাত- ধর্ম সব ভুলে
থাকবো সবাই একি সাথে,
পক্ষপাতিত্ব বন্ধ হলে
সমাজ ভাসবে শান্তির স্রোতে।

নতুন বছর, নতুন ভাবে
অঙ্গীকার থাকুক এই হয়ে,
সব ভেদাভেদ ভুলে গিয়ে
থাকবো সবাই মিলেমিশে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০