মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক গাঁজাসহ গ্রেফতার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক গাঁজাসহ গ্রেফতার

গাজী আরিফুর রহমান, বরিশালঃ

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স চালক মো. রোমেন হাওলাদারকে (৩৯) মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার ( ৮ এপ্রিল ) রাত এগারোটার দিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি রাখার গ্যারেজ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রোমেন হাওলাদার বরিশাল সদর উপজেলার মহম্মদপুর এলাকার মৃত আবদুল মান্নান হাওলাদারের ছেলে। তিনি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সের চালক হিসেবে কর্মরত আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি রাখার গ্যারেজের ভেতরে মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করেন। এসময় রোমেন হাওলাদারকে তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করেন পুলিশ।

এবিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মু. আতাউর রহমান জানান, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১