মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

পটুয়াখালীতে একজন বিধবা বৃদ্ধার পাশে সেচ্ছাসেবী সংগঠন “মানবতার বন্ধু”

পটুয়াখালীতে একজন বিধবা বৃদ্ধার পাশে সেচ্ছাসেবী সংগঠন "মানবতার বন্ধু"

মোস্তাফিজুর রহমান সুজনঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার বন্ধু’ কইতর বেগম নামক একজন বৃদ্ধ, বিধবা ও অসহায় নারীকে রমজান ও ঈদের বাজার পৌঁছে দিয়েছে।

বৃহস্পতিবার(৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে সংগঠনটির সভাপতি মুনতাসির তাসরিপ এর নেতৃত্বে উপজেলার কালাইয়া ইউনিয়নের কমলা দিঘির পাড় সংলগ্ন কইতর বেগমের বাড়িতে হাজির হয়। মানবতার বন্ধু বাউফল শাখার সদস্যরা। কইতর বেগমের রমজানের বাজার করার সম্পূর্ণ খরচ বহন করেন স্থানীয় যুবলীগ নেতা মোঃ জামির হোসেন।

সরেজমিনে দেখা যায়, কইতর বেগমের ঘরে কয়েকটি পিলার দেয়া আছে, উপরের টিনগুলো ফাঁকা হয়ে আছে। বর্ষা এলেই যেন দূর্ভোগের শেষ থাকে না। চটের বস্তার ছাউনি দিয়ে ও ভাঙা কাঠের টুকরো দিয়ে কোনোরকম ঘরের বেড়া সাজানো হয়েছে। মানবতার বন্ধুর সাথে কথা বলতে গিয়ে চোখের পানি থামাতে পারছিলেন না বৃদ্ধ কইতর বেগম।

এসময় উপস্থিত ছিল সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর আখিরুল ইসলাম শাওন এবং মোঃ লুতান ইসলাম। সহ-সভাপতি শুভ চন্দ্র, সাধারণ সম্পাদক বিক্রম কর্মকার, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক কৌশিক সাহা, ছাত্র বিষয়ক সম্পাদক নেছারুল আজীজ মাহী, সদস্য অভিজিৎ চন্দ্র পাল।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১