মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

তাড়াইলে সোহরাব হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

তাড়াইলে সোহরাব হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

আল-মামুন খান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইলে জমি-জমার জেরে প্রতিপক্ষের মারপিটে সোহরাব উদ্দিন (৬৮) নামে একজন বৃৃদ্ধ খুন হয়েছে।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, রবিবার (২ এপ্রিল) সকালে চর-তালজাঙ্গা গ্রামের প্রতিবেশী মজনু মিয়াসহ অন্যরা সোহরাব উদ্দিনকে বাড়ি থেকে বের করে এলোপাথাড়ি কিল, ঘুষি লাথি মারতে থাকে। মারপিটের আঘাতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মাঠিতে লুটিয়ে পরলে মজনুসহ অন্যরা পালিয়ে যায়।অজ্ঞান অবস্থায় সোহরাব উদ্দিনকে আশপাশের লোকজন উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দিন রাতেই নিহতের ছেলে মনিরুজ্জামান রুবেল বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞতানামা আরো ২/৩ জনকে আসামী করে তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা সহকারি পুলিশ সুপার করিমগঞ্জ সার্কেল একেএম শাহীন মন্ডল। সোমবার (৩ এপ্রিল) ভোরে তাড়াইল থানার ওসি তদন্ত মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নীলগঞ্জ বাজার থেকে হত্যা মামলার ৩ নং আসামী রোমান মিয়া ও করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকা থেকে ১ নং আসামী মজনু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলার চর তালজাঙ্গা গ্রামে জমি-জমার পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে সোহরাব উদ্দিন নামে একজন খুন হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা রুজু করেছেন। ওই ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ। তিনি আরো বলেন, সোমবার দুপুরে হত্যা মামলার আসামীদেরকে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের আটক করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১