শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
মোস্তাফিজুর রহমান সুজনঃ
পটুয়াখালীর বাউফল উপজেলা সন্ত্রাসী কর্মকান্ড ও খুন মারমারিতে এখন সব উপজেলার চেয়ে শীর্ষে আছে বাউফল উপজেলা। উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারকে কুপিয়ে আহত করার ঘটনা থেকে শুরুকরে কিশোর গ্যাংয়ের হাতে দুই স্কুল শিক্ষার্থী খুন হয়েও শান্ত হয়নি বাউফল। ৩০ মার্চ বৃহস্পতিবার রাত ১০ টায় বাউফলের আদাবাড়ীয়া ইউপি’তে আবারো কোপা কুপির ঘটনা ঘটেছে।
পূর্ব শুত্রুতার জেরে শাহিন খান (৩০) নামের এক যুবক কে কুপিয়ে পা ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। শাহিনের বাবা ইব্রাহীম খান ও প্রত্যাক্ষ দর্শীরা বলেন শাহিন বাড়ীর পাশে একটি বড় দীঘির পারে বসা ছিলেন হটাৎ আমার বাড়ির একই বংশের অলি বাহিনী তার দলবল নিয়ে আমার ছেলে শাহিন কে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দ্যেশে আক্রমন করে।
আমার ছেলেকে কুপিয়ে বাম পা ভেঙ্গে ফেলে রেখে যায়। আমরা আমার ছেলে শাহিনের ডাকচিৎকার শুনে ঘটনাস্থল গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পরে আছে পা ভাঙ্গা অবস্থায়। শাহিন কে উদ্ধার করে আমরা দ্রুত পটুয়াখালী হাসপাতালে নিয়া আসি।
এ ব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন ঘটনা শুনেছি আমি ঘটনাস্থল ফোর্স পাঠিয়েছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।